রবিবার ২৬ অক্টোবর, ২০২৫

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা: চাঁদপুরে ২২ দিনে ১২৫ জেলের কারাদণ্ড

বাসস

Rising Cumilla -125 fishermen sentenced to prison for 22-day ban in Chandpur
চাঁদপুরে ২২ দিনের নিষেধাজ্ঞায়, ১২৫ জেলের কারাদণ্ড/ছবি: বাসস

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞায় চাঁদপুর জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১২৫ জেলে। পরে এসব জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ( ২৫এ  অক্টোবর ) সন্ধ্যায় চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা এই তথ্য নিশ্চিত করেন।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকা মা ইলিশ রক্ষায় অভয়াশ্রম ঘোষণা করা হয়।

এই সময়ে জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৬৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান পরিচালনা করা হয় ৪৬৭টি। মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করা হয় ২২ বার, মাছঘাট ৩৩৯ বার, আড়ৎ ১ হাজার ৩৩৬ বার, বাজার ৬৬০ বার।

সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা রুমা আরও জানান, এই ২২ দিনের অভিযানে জব্দ করা হয় ১.১৩ মেট্টিক টন ইলিশ এবং ৫ লাখ ৮ হাজার ৫১ মিটার কারেন্ট জাল। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪১ লাখ ১২ হাজার টাকা। এসব ঘটনায় মামলা হয় ৮৩টি এবং মৎস্য আইনে জেলেদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৫০ হাজার টাকা।

আরও পড়ুন