
ভরা মৌসুমেও ইলিশের চড়া দামে চোখ কপালে উঠেছে ক্রেতাদের। চাঁদপুরের মাছঘাটে দুই কেজি ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ৯,৫৫০ টাকায়। শনিবার স্থানীয় মাছ বিক্রেতা সম্রাট মাছটি কিনে রবিবার তা ঢাকার এক ক্রেতার কাছে পাঠান।
স্বাভাবিকের চেয়ে এত বেশি দামে ইলিশ বিক্রি হওয়ায় মৎস্যজীবীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় কয়েকজন মৎস্য ব্যবসায়ী জানান, শনিবার নিলামে বড় আকারের এই ইলিশটি উঠতেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে। শুরু হয় দাম হাঁকাহাঁকি। শেষ পর্যন্ত ৯,৫৫০ টাকায় বিক্রি হয় মাছটি। অর্থাৎ, প্রতি কেজির দাম দাঁড়ায় প্রায় ৪,৭৭৫ টাকা।
মৎস্য ব্যবসায়ী সম্রাট বেপারী জানান, লক্ষ্মীপুরের মেঘনার বাড়তির খাল থেকে গোফরান বেপারী মাছটি চাঁদপুরের আড়তে পাঠান। এত বড় ইলিশ সচরাচর এই ঘাটে আসে না।
ক্রেতারা বলছেন, ইলিশের এই আকাশছোঁয়া দামে সাধারণ মানুষের পক্ষে তা কেনা কঠিন। তবে বড় আকারের ইলিশের স্বাদই আলাদা। তাই ধনী ক্রেতারা বেশি দাম দিয়েও বড় ইলিশ কিনে নিয়ে যান।