
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের হাজীগঞ্জে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিহান খান (১০) নামে এক শিশুর হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার কৈয়ারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত রিহান চাঁদপুর সদর উপজেলার বহরিয়া গ্রামের প্রবাসী মো. হোসেনের ছেলে। দুর্ঘটনার সময় সে দাদির সঙ্গে কুমিল্লায় ফুফুর বাড়িতে যাচ্ছিল।
স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে কুমিল্লাগামী সিএনজিচালিত একটি অটোরিকশা কৈয়ারপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় রিহানের বাঁ হাত সিএনজির বাইরে বেরিয়ে ছিল। দুটি গাড়ির ধাক্কায় তার হাত কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর রিহানকে দ্রুত হাসপাতালে নেওয়ার তাড়াহুড়োয় বিচ্ছিন্ন হাতটি সড়কেই ফেলে রাখা হয়। পরে স্থানীয় লোকজন হাতটি উদ্ধার করে ৯৯৯–এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হাতটি সংগ্রহ করে আহত শিশুকে বহনকারী অ্যাম্বুলেন্সে পৌঁছে দেয়।
হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক বলেন, “উপজেলার কৈয়ারপুল এলাকায় একটি খণ্ডিত হাত পড়ে আছে—এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং হাতটি উদ্ধার করে আহত শিশুর অ্যাম্বুলেন্সে হস্তান্তর করা হয়। শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC