
মেয়াদোত্তীর্ণ রস মালাই বিক্রি এবং ঘি-তে কৃত্রিম রং মেশানোর অপরাধে চাঁদপুরের একটি মিষ্টির দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার শহরের পুরান বাজারে পরিচালিত এক অভিযানে মীম বনফুল সুইটস অ্যান্ড পেস্টি শপ নামের প্রতিষ্ঠানটির মালিক বাদশা মিয়াকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মেয়াদোত্তীর্ণ রস মালাই বিক্রি এবং ঘি-তে রং মেশানোর সুনির্দিষ্ট অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় মীম বনফুল সুইটস অ্যান্ড পেস্টি শপের মালিক বাদশা মিয়া ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
এই অভিযানের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়েছে।
অভিযানে সহায়তা করেন জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, চাঁদপুর পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মো. রাজু মিয়া এবং যৌথ বাহিনীর একটি দল। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।