
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) হানারচর ইউনিয়নের উত্তর গোবিন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৭১ হাজার টাকা জব্দ করা হয়। একই দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চাঁদপুর জেলা পুলিশ।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনা এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়ার তত্ত্বাবধানে, এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল এই সফল অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন— ৪০ বছর বয়সী শাহিনা বেগম (সাং-উত্তর গোবিন্দিয়া, দর্জি বাড়ি) এবং ৩০ বছর বয়সী মোস্তুফা গাজী (সাং-উত্তর গোবিন্দিয়া, গাজী বাড়ি)। দুজনেই চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা। তাদের নিজ নিজ হেফাজত থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।