মঙ্গলবার ১৩ জানুয়ারি, ২০২৬

চাঁদপুরে পুলিশের অভিযানে সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ ০৪ জন গ্রেফতার

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Four people, including the mastermind of an organized online fraud ring, were arrested in a police operation in Chandpur.
চাঁদপুরে পুলিশের অভিযানে সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ ০৪ জন গ্রেফতার

নোয়াখালী জেলার কবিরহাট থানাধীন পূর্ব ফতেপুর গ্রামের বাসিন্দা জাহিরুল ইসলাম (২২) লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, অনলাইনে পরিচয়ের সূত্র ধরে হেদায়েত উল্লাহ ওরফে মনির নামের এক ব্যক্তি ফার্নিচারের ব্যবসার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে তার কাছ থেকে নগদ ও ব্যাংক একাউন্টের মাধ্যমে মোট ৮ লাখ ৯৮ হাজার টাকা আত্মসাৎ করে।

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার চাঁদপুর রবিউল হাসানের সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই মো. রেজাউল করিমের নেতৃত্বে গত ১১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মতলব উত্তর থানা এলাকা থেকে নজরুল ইসলাম ওরফে নজু (৫৭) এবং মো. আল আমিন ওরফে রিফাত (৩০) কে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের মূল হোতা হেদায়েত উল্লাহ ওরফে মনির হোসেন (৪৫) এবং তার সহযোগী রাব্বি হোসেন ওরফে জাবেদ (২৪) কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত হেদায়েত উল্লাহ ওরফে মনিরের নেতৃত্বে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিল। বিশেষ করে সহজ-সরল গ্রাম্য নারীদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে তাদের নামে ব্যাংক একাউন্ট খুলে চেক বই ও ডেবিট/ভিসা কার্ড নিজেদের হেফাজতে রেখে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করত এই চক্র।

অভিযানকালে আসামীদের হেফাজত থেকে বিভিন্ন ব্যক্তির নামে বিভিন্ন ব্যাংকের মোট ৬টি চেক বই এবং ১৯টি ডেবিট ও ভিসা কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত একাধিক ব্যাংক একাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন