
রাইজিং কুমিল্লা অনলাইন
চাঁদপুরে আওয়ামী লীগের ডাকা কর্মসূচির মধ্যেও সড়ক, রেল ও নৌপথে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে আন্তঃজেলা বাস, ঢাকাগামী লঞ্চ এবং চট্টগ্রামের উদ্দেশ্যে মেঘনা এক্সপ্রেস ট্রেন যথারীতি চাঁদপুর ত্যাগ করেছে।
সকাল থেকেই শহরের সব ধরনের যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। কোনো প্রকার অচলাবস্থার সৃষ্টি হয়নি। চাঁদপুর লঞ্চ ঘাটের মালিক প্রতিনিধি শওকত আলী নিশ্চিত করেছেন যে, "আজকে সকাল থেকে সব লঞ্চ ছেড়ে গেছে।" শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম ছিল স্বাভাবিক এবং অফিস-আদালতের দৈনন্দিন কার্যক্রমে কোনো ধরনের প্রভাব পড়েনি।
ফজরের নামাজের পর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। এর আগে গতকাল সন্ধ্যার পর থেকেই শহরের বিভিন্ন মোড়ে পুলিশ অবস্থান নেয়।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আব্দুর রকিব বলেছেন, "বেশ কয়েকদিন ধরেই পুলিশ খুবই সতর্ক অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত চাঁদপুরের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।"
আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীকে ঘোষিত কর্মসূচি পালন করতে মাঠে নামতে দেখা যায়নি। চাঁদপুর শহর জামায়াতের আমির এডভোকেট মো. শাহজাহান খান মন্তব্য করেছেন, "জনগণের জানমালের নিরাপত্তার জন্য আমরা সব সময় মাঠে আছি এবং থাকবো।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC