মার্চ ২৬, ২০২৫

বুধবার ২৬ মার্চ, ২০২৫

চাঁদপুরে দুটি পাইপ গান ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার, গ্রেফতার ২

চাঁদপুরে দুটি পাইপ গান ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার, গ্রেফতার ২
চাঁদপুরে দুটি পাইপ গান ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার, গ্রেফতার ২/ ছবি: প্রতিনিধি

চাঁদপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে দুটি দেশীয় তৈরি পাইপ গান ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। একই অভিযানে দুইজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ ২০২৫) জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মাজহারুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল গত ২২ মার্চ চাঁদপুর সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন ৭ নম্বর ওয়ার্ড, উত্তর শ্রীরামদী পদ্মা অয়েল কোম্পানির সামনে একটি খালি জায়গায় পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি কালো রঙের পাইপ গান, চার রাউন্ড শটগানের রাবার কার্তুজ ও ১০ রাউন্ড সিসা কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা মূলে এসব আলামত জব্দ করে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

এছাড়া, ২২ মার্চ কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি মো. ইব্রাহিম মিয়াজী (২৬) কে দেবীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের তত্ত্বাবধানে এএসআই মফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।

অন্যদিকে, ২৩ মার্চ ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলমের নির্দেশনায় পরোয়ানাভুক্ত আসামি বেবী আক্তারকে (পিতা- আবুল বাসার, মাতা- হাজেরা বেগম, সাং- গাব্দেরগাঁও, থানা- ফরিদগঞ্জ) গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।