মঙ্গলবার ২ ডিসেম্বর, ২০২৫

চাঁদপুরে তারুণ্যের উৎসবের আন্তঃকলেজ ফুটবল ফাইনাল, জয় বাবুরহাটের

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Baburhat wins inter-college football final of Chandpur Youth Festival
চাঁদপুরে তারুণ্যের উৎসবের আন্তঃকলেজ ফুটবল ফাইনাল, জয় বাবুরহাটের//ছবি: সংগৃহীত

চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১ ডিসেম্বর ) বিকাল ৩টায় শুরু হওয়া এই জমজমাট খেলা ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস ও উত্তেজনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে—বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ, মতলব উত্তর শরিফ উল্লাহ হাই স্কুল অ্যান্ড কলেজ।

নির্ধারিত এক ঘণ্টার খেলায় দুই দলই দারুণ লড়াই উপহার দিলেও কেউ গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে দক্ষতা, ধীরস্থিরতা ও সঠিক শটের জোরে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ চ্যাম্পিয়ন হয়। শরিফ উল্লাহ হাই স্কুল অ্যান্ড কলেজ হয় রানার-আপ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম সরকার। তিনি খেলোয়াড়দের প্রশংসা করে বলেন—“তোমরা আজ অত্যন্ত চমৎকার খেলেছো। মাঠে কোনো বিশৃঙ্খলা নেই, কেউ কাউকে আঘাত করছে না—এটাই খেলাধুলার সৌন্দর্য। ফুটবল হলো বলের খেলা, পায়ের নয়।”

তিনি আরও আশা প্রকাশ করেন— “চাঁদপুরের তরুণরা হবে মাদকমুক্ত, সুশৃঙ্খল এবং সম্ভাবনাময়। যে সুন্দর করবে, সে-ই আমাদের সঙ্গী হবে।”

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল কবির, পৌর প্রশাসক ও উপ-পরিচালক স্থানীয় সরকার মো. গোলাম জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।

এছাড়াও মাঠে উপস্থিত ছিলেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন, এবং মতলব উত্তর শরিফ উল্লাহ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শরিফ উল্লাহ, দুই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিপুল সংখ্যক দর্শক।

তারুণ্য ও খেলাধুলার উৎসবে ভরপুর ছিল পুরো মাঠ। দর্শক ও সমর্থকদের উপস্থিতি, উচ্ছ্বাস এবং করতালিতে ফাইনাল ম্যাচটি পরিণত হয় একটি প্রাণবন্ত আয়োজনে।

আরও পড়ুন