কুমিল্লায় হাইওয়ে পুলিশ একটি ছিনতাইকৃত কাপড় ভর্তি কাভার্ডভ্যান উদ্ধার করেছে, যা চাঁদপুর জেলার হাজীগঞ্জ থেকে ছিনতাই হয়েছিল। কাভার্ডভ্যানটিতে প্রায় ৩৫ লক্ষ টাকার কাপড় ছিল।
শনিবার (৪ অক্টোবর) ভোর রাতে জেলার সদর দক্ষিণের রতনপুর বাজার এলাকা থেকে কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশের একটি দল রাত্রিকালীন মোবাইল ডিউটি করছিল। সেসময় তারা খবর পায় যে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা এলাকা থেকে একটি কাপড় ভর্তি কাভার্ডভ্যান ছিনতাই করে ছিনতাইকারী দল কুমিল্লার দিকে নিয়ে আসছে।
এই তথ্যের ভিত্তিতে হাইওয়ে পুলিশের মোবাইল টিম দ্রুত কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন লালমাই বাজার মোড়ে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা বেপরোয়া গতিতে কাভার্ডভ্যানটি পদুয়ার বাজারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হাইওয়ে পুলিশ তখন গাড়িটির পিছু নিলে, ছিনতাইকারীরা সদর দক্ষিণ থানাধীন রতনপুর এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে রাত ৩টার দিকে গাড়িটি ফেলে পালিয়ে যায়। এরপর কাভার্ডভ্যানটি থানা হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর জানান, কাভার্ডভ্যানটি নরসিংদীর বাবুরহাট থেকে কাপড় নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ যাচ্ছিল।
তিনি আরও বলেন, এই ঘটনার সাথে সংঘবদ্ধ ডাকাতদল জড়িত থাকতে পারে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC