
রাইজিং কুমিল্লা ডেস্ক
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা শাখার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র একজন নেতা ‘জ্যেষ্ঠ নেতাদের ভাষার দুর্ভিক্ষের’ অভিযোগ এনে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) রাতে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী বদিউল আলম (বাবু) তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। গত ২৯ জুন ২১ সদস্য বিশিষ্ট এই উপজেলা কমিটি গঠন করা হয়েছিল।
ফেসবুক পোস্টে বদিউল আলম লিখেন, দলে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই তিনি লক্ষ্য করেন যে উপজেলা শাখার জ্যেষ্ঠ নেতাদের বক্তব্যে শালীনতার ঘাটতি রয়েছে। গত ১৮ অক্টোবর জেলা শাখার উদ্যোগে আয়োজিত একটি অনলাইন সভায় জ্যেষ্ঠ নেতাদের ‘নিকৃষ্ট মানের’ ভাষা তাকে আরও হতাশ করে। এমন মানুষের সঙ্গে রাজনীতি করার আগ্রহ তার নেই বলেও উল্লেখ করেন তিনি।
পদত্যাগের বিষয়ে বদিউল আলম সাংবাদিকদের বলেন, দলের কিছু জ্যেষ্ঠ নেতার ভাষা শালীনতার সব সীমা ছাড়িয়ে যায়। এ কারণেই তিনি হতাশ হয়ে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ডি এম আলাউদ্দিন জানান, বদিউল আলমের পদত্যাগ ফেসবুকের মাধ্যমে জেনেছেন, তবে এখনো কোনো লিখিত নোটিশ পাননি। যদিও তিনি কমিটিতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তবুও দলীয় কার্যক্রমে কখনোই সক্রিয় ছিলেন না বলে দাবি করেন আলাউদ্দিন। তার মতে, নামে-মাত্রই কমিটিতে থাকা এই নেতার পদত্যাগে দলের কোনো প্রভাব পড়বে না।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC