চাঁদপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজা, ২৮ পিস ইয়াবা উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ী এবং ৩ জন পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার হয়েছে।
আজ শুক্রবার চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার এসআই অনুপ কুমার দে ও সঙ্গীয় ফোর্সের অভিযানে মতলব উত্তর থানাধীন গাজীপুর এলাকা থেকে হযরত আলী (৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
অন্যদিকে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মাহবুবুল ইসলাম সেনাবাহিনীর সহায়তায় রূপসা (দক্ষিণ) ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে ২৮ পিস ইয়াবাসহ কিরণ হোসেন (৩৮) ও মোঃ বাহার (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
একই দিনে ফরিদগঞ্জ থানার এএসআই জুমায়েত হোসেন জুয়েল ও সঙ্গীয় ফোর্স ফরিদগঞ্জ থানার খারখাদিয়া এলাকা থেকে এক বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী রফিকুল ইসলাম পাটোয়ারীকে আটক করেন।
এছাড়া, ফরিদগঞ্জ থানার এএসআই সঞ্জয় চক্রবর্তী শেকদি এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামী সাদ্দাম হোসেন তালুকদারকে গ্রেফতার করেন।
অন্যদিকে, জেলা গোয়েন্দা শাখার এসআই অনুপ কুমার দে ও তার টিম ৪ এপ্রিল চাঁদপুর সদর মডেল থানাধীন বাসস্ট্যান্ড এলাকা থেকে এক বছর এক মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ রুবেল মাঝি ওরফে ইতালী রুবেলকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC