জানুয়ারি ১১, ২০২৫

শনিবার ১১ জানুয়ারি, ২০২৫

চাঁদপুরে অসহায়দের মাঝে জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

Distribution of winter clothes by the district administration among the needy in Chandpur
ছবি: সংগৃহীত

চাঁদপুরের সদর উপজেলায় মেঘনা নদীর পশ্চিমে চরাঞ্চলের দুস্থ ও নিম্ন আয়ের ব্যক্তিদের মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের চরউমেদ এলাকায় এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এছাড়াও জেলা প্রশাসক নদীতে মাছ আহরণরত জেলেদের মধ্যেও শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুপ্রভাত চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা জাহিদ হাসান খান, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ শেষে জেলা প্রশাসক-সহ কর্মকর্তারা জেলেদের মধ্যে মা ইলিশ ও জাটকা রক্ষা সংক্রান্ত লিফলেট বিতরণ করেন।