
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে সব আসনেই তাদের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যেসব আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোর নাম পরে জানানো হবে। এছাড়া, জানা গেছে যে কিছু আসন শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হতে পারে।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা অনুমোদন করা হয়।
চাঁদপুরের ঘোষিত ৫ আসনের প্রার্থীরা হলেন:
চাঁদপুর-১ আসনে আ.ন.ম. এহসানুল হক মিলন, চাঁদপুর-২ আসনে ড. জালাল উদ্দিন, চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনে লায়ন হারুন অর রশিদ, এবং চাঁদপুর-৫ আসনে ইঞ্জিনিয়ার মমিনুল হক।
								
								







