চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন থানায় সহিংসতা উসকে দেওয়া, পরিকল্পনা ও সহায়তার অভিযোগে মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও পেনাল কোডের আওতায় থাকা একাধিক মামলার আসামিদের আটক করা হয়।
সিএমপি সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে নগরীর কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট, চকবাজার, খুলশী, বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও, ডবলমুরিং, বন্দর, হালিশহর, পাঁচলাইশ, পাহাড়তলী, আকবরশাহ, ইপিজেড, পতেঙ্গা ও কর্ণফুলী থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—কোতোয়ালী থানা: মোঃ মোক্তার আলম (৩৬), বাকলিয়া থানা: মোঃ কামাল হোসেন (৪৪), মোঃ কোরবান ওরফে কোরবান আলী (২৪), সদরঘাট থানা: চন্ডীপুর ইউপি যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির (৫৭), চকবাজার থানা: মোঃ সাজন মিয়া (৩৭) খুলশী থানা: ইফরান উদ্দিন চৌধুরী (৩১), মোঃ আরকান উদ্দিন (২০), বায়েজিদ বোস্তামী থানা: এস এম আলমগীর রানা (৫২), মোঃ রাসেল (২৫), মোঃ ইসতিয়াক হাসান ইমন (২৭), চান্দগাঁও থানা: নাজের উদ্দিন ওরফে নুরু (৫৬), ডবলমুরিং মডেল থানা: মোঃ শাহাব উদ্দিন (২৬), মোঃ হাসান (২৪), মোঃ তানভীর (২০), মোঃ আলামিন (২১), বন্দর থানা: মোঃ শফি আলম ওরফে বাদশা (৪৭), হালিশহর থানা: মোহাম্মদ আলী (৪০), পাঁচলাইশ মডেল থানা: মোঃ জুলহাস (১৯), মোঃ শাহীন আলম (১৯),পাহাড়তলী থানা: মোঃ সোহেল (৩৫), আকবরশাহ থানা: মোঃ হাসান (২৫), মোঃ সুমন (২৪), ইপিজেড থানা: ৩৯ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক নিজামুল হক নিজাম (৩৫), পতেঙ্গা মডেল থানা: সাজ্জাদ আলম বাপ্পি (৩৩) এবং কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক (৪০)
উল্লেখ্য, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানোসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির আওতায় একাধিক মামলা রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC