এপ্রিল ৩, ২০২৫

বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫

চট্টগ্রাম পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

চট্টগ্রাম পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার
চট্টগ্রাম পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার/ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানার এসআই মোঃ কামরুল হুদা, এসআই মোঃ আব্দুল্লাহ ও এএসআই একেএম সাজিদ খান সঙ্গীয় ফোর্সসহ ১ এপ্রিল মধ্য রাতে সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরী রোডের স্টেশন কলোনী ১ নম্বর গেইটের বিপরীত পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন।

এ সময় এনায়েতুর রহমান নয়ন (২৫) নামের এক যুবককে আটক করা হয়। তার কাছে থাকা একটি সাদা কাপড়ের শপিং ব্যাগ থেকে ৩,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা খাকি রঙের কাগজ ও স্কচটেপে মোড়ানো তিনটি ছোট বান্ডেলে রাখা ছিল।

প্রতিটি বান্ডেলে ১৫টি বায়ুরোধক জিপার পলিপ্যাকেট ছিল, যার প্রতিটিতে ২০০ পিস করে ইয়াবা ছিল। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৩০০ গ্রাম। এছাড়া, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি Benco ব্র্যান্ডের স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

নয়নের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পরবর্তীতে পতেঙ্গা থানার কাঠগড় এলাকা থেকে তার সহযোগী মোঃ হাবিবুর রহমান হাবিব (৩৭)-কে গ্রেফতার করে।

এ ঘটনায় সদরঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ)/৪১ ধারায় মামলা (নং-০১, তারিখ-০১/০৪/২০২৫) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।