বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ শনিবার (২৫ মার্চ) বাংলাদেশ ও আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের টিকেট মূল্য প্রকাশ করেছে। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সীমিত ওভারের লড়াই দেখা যাবে মাত্র ২০০ টাকায়।
আগামী ২৭ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৯ ও ৩১ মার্চ। অনলাইনে বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট টাইগার ক্রিকেটে পাওয়া যাবে টিকেট। অনলাইনে টিকেট কেনার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও ফোন নম্বর নিবন্ধন করতে হবে। একটি নিবন্ধন থেকে সর্বোচ্চ দুটি টিকেট কেনা যাবে।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের টিকেটের মূল্য অনুসারে ওয়েস্টার্ন স্ট্যান্ডে খেলা দেখা ২০০ টাকার টিকেটে।
এ ছাড়া ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। ক্লাব হাউজে দেখা যাবে ৫০০ টাকার টিকেটে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১০০০ টাকা, রুফটপ হসপিটালিটি এবং গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারির টিকিটের দাম ১৫০০ টাকা ধরা হয়ছে।
অনলাইনে টিকেট বুক করে সেই টিকিট বুথে সংগ্রহ করা যাবে আগামীকাল রোববার বা সোমবার ম্যাচের দিন। এ ছাড়া সরাসরি বুথে গিয়ে টিকেট পাওয়া যাবে কাল সকাল থেকে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC