চট্টগ্রাম একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের নিউমার্কেট মোড়ে এই ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি অক্সিজেন-নিউমার্কেট রুটে চলাচলকারী। বাসটি নিউমার্কেট মোড়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ তাতে আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে ভেতরে থাকা যাত্রীরা নেমে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুনের খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC