চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চোরাচালানের সাথে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে।
অভিযানে ১ কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, ৫টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ ও ১৩ কাট বিদেশি সিগারেটসহ প্রায় ১ কোটি ৬০ লাখ টাকার চোরাচালান মালামাল উদ্ধার করা হয়।
গত ৪ এপ্রিল ২০২৫, রাত ১১টা ২০ মিনিটে পতেঙ্গা থানার এসআই মো. আব্দুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট মোড়ে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি গাড়িতে অভিযান চালায়।
অভিযানে আটক করা হয়— মো. তৌফিকুর রহমান সোহাগ (৩৭), মো. আকিদুল আলম শান্ত (২২), মো. হাসান মুরাদ (২৪) এবং মো. নাইমুল হক (২০)। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও অন্যান্য চোরাচালান মালামাল উদ্ধার করা হয়।
তদন্তের একপর্যায়ে আটককৃতদের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশের দল এয়ারপোর্টের সামনে ১৫ নম্বর ঘাট এলাকা থেকে অপর এক সহযোগী, মো. মনির আহমেদ (৪৮)-কে গ্রেফতার করে।
এই ঘটনায় পতেঙ্গা থানায় ৫ এপ্রিল ২০২৫ তারিখে The Special Powers Act-1974 এর ২৫B(1)(N)/25U ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC