
চট্টগ্রাম নগরীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন পটিয়া উপজেলার বাসিন্দা ৬০ বছর বয়সী আইয়ুব আলী এবং অন্যজন নগরের কালামিয়া বাজার এলাকার ১৩ বছর বয়সী সাইফুল ইসলাম। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
আহত ও নিহতদের হাসপাতালে নিয়ে যাওয়া আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের সদস্য আমিনুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘মানুষের অত্যধিক ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে যান। এর ফলে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। আমরা আটজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি, যাদের মধ্যে দুজনের মৃত্যু হয়।’