মার্চ ২৫, ২০২৫

মঙ্গলবার ২৫ মার্চ, ২০২৫

চট্টগ্রামে কোটি টাকার চোরাই ভারতীয় সিগারেট জব্দ, গ্রেপ্তার ২

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ অভিযানে ৬ হাজার ৩৮০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এ সময় একটি পিকআপসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আমান বাজার এলাকায় চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে এই অভিযান চালানো হয়। অভিযানে ৬৩ হাজার ৮০০ প্যাকেট (৬৩৮০ কার্টন) ওরিস ও মন্ড ব্র্যান্ডের ভারতীয় সিগারেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. শওকত আকবর (৩৪) ও পিকআপ চালক মো. বাদশা (২৬)। তাদের দুজনের বাড়িই রাঙ্গামাটি জেলার কোতোয়ালি এলাকায়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় সিগারেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা সিগারেট ও পিকআপ হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”