সুস্থ ধারার বিনোদন নিয়ে মঞ্চে আসছে স্বপ্নকুঁড়ি সাংস্কৃতিক একাডেমীর নতুন নাটক 'সমর্পণ'। চট্টগ্রামের একঝাঁক গুণীশিল্পীর অভিনয় নৈপুণ্যে ভরপুর এই সামাজিক নাটকটি আগামী ২৭শে জুন, শুক্রবার মঞ্চস্থ হবে।
একই দিনে নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে—প্রথম শো বিকাল ৫:৩০টায় এবং দ্বিতীয় শো সন্ধ্যা ৬:৩০টায়।
নাটকটি মঞ্চস্থ হবে জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের গ্যালারি হলে। দর্শকসারির জন্য টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০/- টাকা।
স্বপ্নকুঁড়ি সাংস্কৃতিক একাডেমীর প্রযোজনায়, নাটকটির নির্বাহী প্রযোজকের ভূমিকায় আছেন সৌহার্দ্য বড়ুয়া প্রিয়। নাটকটি পরিচালনা করেছেন বড়ুয়া সীমান্ত।
আয়োজকরা চট্টগ্রামের নাট্যপ্রেমী দর্শকদের সবান্ধবে এই মনোজ্ঞ পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC