সপ্তমীর রাতেই প্রেমে সীলমোহর দিয়েছেন মধুমিতা সরকার। বিচ্ছেদের ৫ বছর পর ফের প্রেমে পড়েছেন টলিউডের ‘পাখি’ খ্যাত এই অভিনেত্রী। সৌরভ চক্রবর্তীর সঙ্গে মাত্র ১৮ বছর বয়সে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। কিন্তু সেই সংসার টেকেনি।
স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সিঙ্গেল জীবন যাপন করছিলেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একের পর এক ‘খোলামেলা’ ছবি আপলোড করতে শুরু করেন তিনি।
প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের রেশ ছিল মধুমিতার মনে। যে কারণে বছরখানেক আগেই এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘বর্তমানে আমার ব্যস্ততা বেড়েছে, কাজের প্রতিই কমিটেড। আর বিশ্বাস করুন, পুরুষদের আমি ঘৃণা করি।’
অভিনেত্রীর এমন মন্তব্য পুরুষেরা ভালোভাবে নেননি। সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনদের তোপের মুখে পড়েন তিনি। সেই পাখির কিনা বছর ঘুরতে ঘুরতেই মনের রঙ বদলেছে। নতুন করে আবারও প্রেমে পড়েছেন অভিনেত্রী। সপ্তমীর রাতে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে নতুন শুরুর ঘোষণাও দিয়েছেন তিনি।
মধুমিতা সরকারের প্রেমিক আইটি কর্মী। আগে পিডব্লুসি-তে কর্মরত ছিলেন। এখন EXL কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করেন। এছাড়া ক্রিকেটের প্রতিও ঝোঁক রয়েছে। পেশাদারভাবে ক্রিকেট খেলেন তিনি। কলকাতার এক নামী ক্লাবের হয়ে খেলেছেন।
পাশাপাশি জিম ফ্রিক, ফিটনেসের ব্যাপারে বেজায় সচেতন। সেই যুবকেই মজেছেন অভিনেত্রী। নবমীর রাতে দেবমাল্যর মুখপানে হাঁ করে চেয়ে রইলেন মধুমিতা। কালো শার্টে সুপুরুষ দেখাচ্ছে মধুমিতার মনের মানুষকে।
অন্যদিকে শাড়ি আর স্লিভলেস ব্লাউজে ক্লাসি লুকে ছিলেন অভিনেত্রী। সেই ছবিই ইনস্টাগ্রামে প্রকাশ করে জানান দিয়েছেন নিজের ভালোবাসার কথা। ভক্তরাও সেখানে মধুমিতার পুরুষদের ঘৃণা করার মন্তব্য নতুন করে টেনে এনে বিভিন্ন মন্তব্য করছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC