
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই লঘুচাপটি ঘনীভূত হয়ে পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে।
এদিকে, কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে গবেষক, আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ শনিবার (২৫ অক্টোবর) দেশের আবহাওয়ার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করেছেন।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, আজ সকাল ৮টায় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে যে, দেশের মোট ৬০টি জেলার আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত অবস্থায় রয়েছে।
এছাড়া, মাত্র ৪টি জেলার আকাশে খুবই সামান্য পরিমাণে মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পর্কে তিনি আরো জানিয়েছেন, শনিবার সকাল ৯টা থেকে আগামীকাল (রোববার) সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী কোনো কোনো উপজেলার উপরে খুবই হালকা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান এবং রাঙামাটি জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতেও হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC