ক্রিস্টাল হানি’কে প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে ঘরেরবাজার। সরিষা ফুলের মধুকে বিশেষ পদ্ধতিতে প্রক্রিয়াজাত করে, তা থেকে বানানো হয় ক্রিস্টাল হানি।
যেহেতু সরিষা ফুলের মধু শীতকালে সংগ্রহ করা হয়, সেহেতু ক্রিস্টাল হানিও শীতের শেষদিকে উৎপাদন এবং বাজারজাত করা হয়। প্রতিবারের ন্যায় এবারো ঘরেরবাজার ভোক্তাদের জন্য নিয়ে এসেছে ক্রিস্টাল হানি।
এরই পরিপ্রেক্ষিতে, ঘরেরবাজার সম্প্রতি তাদের হেড অফিসে আয়োজন করে ক্রিস্টাল হানির উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘরেরবাজারের ব্যবস্থাপনা পরিচালক জামশেদ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ঘরেরবাজারের ২ জন নিয়মিত ক্রেতা। অনুষ্ঠানে ক্রিস্টাল হানির স্বাদ, গুনাগুণ এবং উপকারিতা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে জামশেদ মজুমদার বলেন, “আমাদের প্রতিদিনের খাবারে ব্যবহার করা চিনির পরিবর্তে ক্রিস্টাল হানি একটি স্বাস্থ্যকর ও নিরাপদ বিকল্প হিসেবে কাজ করতে পারে। প্রতিদিনের খাবারে ক্রিস্টাল হানি যোগ করলে শুধু স্বাদই বাড়াবে না বরং সুস্বাস্থ্যও নিশ্চিত হবে”।
ঘরের বাজার একটি ই-কমার্স প্ল্যাটফর্ম, যার প্রধান লক্ষ্য প্রতিটি ঘরে নিরাপদ খাবার পৌঁছে দেওয়া। প্রতিষ্ঠানটি তার বিশেষ অনলাইন স্টোরের মাধ্যমে বিভিন্ন ধরনের জৈব শুকনো ফল, বাদাম, বীজ এবং খাঁটি মধু, ঘি এবং কাঠের ঘানিতে ভাঙ্গা সরিষার তেল সরবরাহ করা নিয়ে কাজ করছে।
বিশ্বের যে কোনো দেশ থেকে ‘ক্রিস্টাল হানি' অর্ডার করার জন্য ভিজিট করুন https://ghorerbazar.com/ অথবা ভিজিট করুন তাদের ফেসবুক পেজ : https://www.facebook.com/Ghorerbazarbd.com
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC