বর্ষাকাল কিংবা পানি ঢুকে ঘরের দেয়ালে ড্যাম্পের সমস্যা নতুন নয়। দেয়ালে ভেজা ভাব, কালচে ছোপ, রঙের বুদবুদ - এইসব লক্ষণ দেখা দিলেই বুঝতে হবে দেয়ালে ড্যাম্প ধরেছে। দীর্ঘদিন এই সমস্যা থাকলে দেয়ালে ছত্রাক জন্মে ঘরে ছড়িয়ে পড়তে পারে। এর ফলে চোখে পানি আসা, চুলকানি, কাশি, সর্দি ইত্যাদি বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
কীভাবে সমাধান করবেন?
আলো-বাতাস চলাচল নিশ্চিত করুন: 'ক্রস ভেন্টিলেশন' ব্যবস্থা করে ঘরে পর্যাপ্ত আলো-বাতাসের প্রবেশাধিকার নিশ্চিত করুন।
ছত্রাক দূর করুন: 'বোরাক্স' বা ভিনেগার দিয়ে ছত্রাক আক্রান্ত অংশ পরিষ্কার করুন।
দেয়াল মুছে ফেলুন: সাবান-পানিতে ভেজা কাপড় দিয়ে ড্যাম্প অংশ মুছে ফেলুন।
এসি ব্যবহার করুন: ঘরে এসি থাকলে 'ড্রাই মোড'-এ চালিয়ে অতিরিক্ত আর্দ্রতা কমিয়ে ফেলুন।
ওয়াটার ড্রেনেজ পরীক্ষা করুন: 'ওয়াটার ড্রেনেজ'-এর সমস্যা সমাধান করুন। ফাটল বন্ধ করতে 'সিল্যান্ট' বা 'গ্রাউট' ব্যবহার করুন।
ওয়াটারপ্রুফ রং ব্যবহার করুন: বাড়ির বাইরের দেয়ালে 'ওয়াটারপ্রুফ' রং এবং ভেতরে 'সিলিকনভিত্তিক' রং ব্যবহার করুন।
তবে মনে রাখবেন:
তথ্যসূত্র: লিভস্পেস
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC