মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়িতে ৯৭ বোতল ফেনসিডিলসহ লতিফা বেগম (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত ৩ টার দিকে উপজেলার আব্দুলাপুর পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে টঙ্গীবাড়ি থানা পুলিশ।
আটক লতিফা ওই গ্রামের সিদ্দিকুর রহমান বেপারীর স্ত্রী।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ওসি মো. মহিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে অভিযান চালানো হয়। এতে লফিতার ঘরের আলমারীর ভেতর থেকে ৯৭ পিছ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC