জানুয়ারি ২৯, ২০২৫

বুধবার ২৯ জানুয়ারি, ২০২৫

ঘরহারা ট্রেনের বগি পড়ে সেই বৃদ্ধ দম্পতিকে নতুন ঘর দেবেন ইউএনও

Train carriage derailed in Cumilla, the couple lost their lives
ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ৯টি বগি লাইনচ্যুত হয়ে বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি রেললাইনের পাশে থাকা অসহায় দম্পতি চান মিয়া ও মনোয়ারা বেগমের মাথা গোঁজার ঠাঁই কেড়ে নিলে এতে আরও অসহায় হয়ে পড়েছে এই দম্পতি।

তবে রোববার (১৭ মার্চ) বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে নজরে আসে উপজেলা প্রশাসনের। এরই পরিপ্রেক্ষিতে ঘরহারা দম্পতিকে নতুন ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন।

 ঘর উপহার দেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে মো. ইসমাইল হোসেন জানান, ট্রেন লাইনচ্যুত হয়ে চান মিয়া ও মনোয়ারা বেগমের দাম্পতির ঘর ভেঙে যায়। বিষয়টি আমার নজরে এসেছে এবং আমি তাদের সঙ্গে কথা বলেছি। খুব শিগগির তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন ঘর করে দেওয়া হবে।

এদিকে, বাপ্পি সোহাগ নামে এক প্রবাসী এই বৃদ্ধ দম্পতিকে বিশ হাজার টাকা নগদ দেন।

প্রসঙ্গত, রোববার ১১টা ৪০ মিনিটে প্রায় ছয়শ যাত্রী বহন করে ১৮টি বগি নিয়ে চট্টগ্রাম থেকে জামালপুরের উদ্দেশে রওনা হয় বিজয় এক্সপ্রেস। দুপুর দেড়টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর তেজেরবাজারে এলে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। এতে ট্রেনের ৯টি বগি ও প্রায় সাড়ে ৫০০ মিটার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়।