
ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে তাঁর ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন। গত মৌসুমে (২০২৪-২৫) লা লিগায় তিনি মোট ৩১টি গোল করে ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতা হন, যার ফলস্বরূপ তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়।
গত শুক্রবার (৩১ অক্টোবর) রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে এক জমকালো অনুষ্ঠানে এমবাপ্পের হাতে আনুষ্ঠানিকভাবে গোল্ডেন বুট তুলে দেওয়া হয়। এ সময় দলের কোচ এবং তাঁর সকল সতীর্থরা উপস্থিত ছিলেন। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি মোট ৪৪টি গোল করেছিলেন।
পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বসিত এমবাপ্পে রিয়াল মাদ্রিদে খেলাকে তাঁর ‘ছোটবেলার স্বপ্ন’ বলে অভিহিত করেন। তিনি এই সাফল্যের জন্য তাঁর সতীর্থ ও সমর্থকদের ধন্যবাদ জানান। এর মাধ্যমে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের তৃতীয় খেলোয়াড় হিসেবে এই সম্মান অর্জন করলেন। এর আগে ক্লাবটির হয়ে সর্বশেষ এই পুরস্কার জিতেছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, যা ছিল ২০১৪-১৫ মৌসুমে।
চলতি মৌসুমেও এমবাপ্পের দুর্দান্ত ফর্ম অব্যাহত রয়েছে। তিনি এখন পর্যন্ত লা লিগার ১০টি ম্যাচে ১১টি গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে বেশ এগিয়ে আছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC