
ইতালির কোমো প্রদেশে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ইন্টার মিলানের গোলরক্ষক জোসেফ মার্তিনেজের গাড়ির ধাক্কায় এক ৮১ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ওই বৃদ্ধ একজন হুইলচেয়ার আরোহী ছিলেন।
দুর্ঘটনায় জোসেফ মার্তিনেজের কোনো শারীরিক ক্ষতি না হলেও, তিনি মানসিকভাবে গভীরভাবে আঘাত পেয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে ইতালিয়ান পুলিশ জানিয়েছে যে, কোমো প্রদেশের একটি রাস্তার পাশ দিয়ে সাইকেল চালানোর পথে ইলেকট্রিক হুইলচেয়ারে আরোহী বৃদ্ধকে ধাক্কা দেয় মার্তিনেজের গাড়ি।
জানা যায়, দুর্ঘটনার পর মার্তিনেজ তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে গুরুতর আহত ওই বৃদ্ধকে সাহায্য করতে এগিয়ে আসেন। কিন্তু, অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্ভাগ্যজনকভাবে ওই বৃদ্ধ মৃত্যুবরণ করেন। স্থানীয় প্রশাসন এই মর্মান্তিক ঘটনাটির তদন্ত শুরু করেছে।
এই শোকাবহ ঘটনার প্রতি সম্মান জানিয়ে ইন্টার মিলান তাদের দলের সংবাদ সম্মেলন স্থগিত করেছে। ফিওরেন্টিনার ম্যাচের আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মিলানের এই সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল।
২০২৪ সালে ইতালিয়ান ক্লাব জেনোয়া থেকে ইন্টার মিলানে যোগ দেওয়া মার্তিনেজ বর্তমানে ক্লাবটির দ্বিতীয় পছন্দের গোলরক্ষক। ইন্টার মিলানের জার্সিতে তিনি এখন পর্যন্ত ১২টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন।
সূত্র: রয়টার্স










