
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) সায়েন্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত “2nd GSTU National Science Fest-2025”-এ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সায়েন্স ক্লাব অর্জন করেছে অনন্য ও গৌরবময় সাফল্য।
অনুষ্ঠানে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন নোবিপ্রবি সায়েন্স ক্লাবের ফিনান্সিয়াল সেক্রেটারি ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তাহমিনা ইসলাম লিউনা। একই প্রতিযোগিতায় ১ম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন ক্লাবের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং অফিসার ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মমিনুল ইসলাম মমো।
এছাড়া, থ্রি মিনিটস রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন প্রতিযোগিতায় ২য় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তামান্না আক্তার।
উল্লেখযোগ্যভাবে, নোবিপ্রবি সায়েন্স ক্লাব থেকে এ প্রতিযোগিতায় অংশ নেন মাত্র তিনজন শিক্ষার্থী, এবং তারা তিনজনই পুরস্কার অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল করেছেন।
নোবিপ্রবি সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক সাদমান রাকিন উচ্ছ্বসিতভাবে বলেন, “গোবিপ্রবি ন্যাশনাল সায়েন্স ফেস্টে আমাদের তিনজন প্রতিনিধি অংশ নিয়ে দুই ক্যাটাগরিতে তিনজনই পুরস্কার অর্জন করেছে—এটা আমাদের জন্য এক বিশাল অর্জন। এটি আমাদের প্রথম পদক্ষেপ, তবে শেষ নয়। এই সাফল্য শুধু নোবিপ্রবি সায়েন্স ক্লাবের নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয়ের গৌরব। ভবিষ্যতে আরও বড় মঞ্চে নোবিপ্রবির প্রতিনিধিত্ব করে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে আমরা আশাবাদী।”
ক্লাবের সভাপতি সুবাহ তাসনিয়া বলেন, “NSTU Science Club সবসময়ই শিক্ষার্থীদের গবেষণামুখী ও উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করে আসছে। সম্প্রতি আমাদের দল GSTU National Fest-এ জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করেছে। সভাপতি হিসেবে আমি এই অর্জনকে সদস্যদের মেধা, নিষ্ঠা ও দলগত প্রচেষ্টার গর্বিত প্রতিফলন মনে করি, যা আমাদের বিজ্ঞানচর্চা ও সৃজনশীল উদ্যোগে আরও অনুপ্রাণিত করবে।”
এই সাফল্যের মাধ্যমে নোবিপ্রবি সায়েন্স ক্লাব আবারও প্রমাণ করেছে যে, সঠিক দিকনির্দেশনা ও দলগত প্রচেষ্টার মাধ্যমে নোবিপ্রবির শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে উৎকর্ষের স্বাক্ষর রাখতে সক্ষম।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC