মাতৃত্বের বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে আসার প্রস্তুতি নিচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে জনসমক্ষে তার সাম্প্রতিক উপস্থিতিকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ঢিলেঢালা পোশাক এবং শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র কটাক্ষের শিকার হয়েছেন এই তারকা।
মা হওয়ার পর থেকেই আড়ালে ছিলেন দীপিকা। সদ্য মা হওয়া এই অভিনেত্রীকে বেশ কিছুদিন ধরেই জনসমক্ষে দেখা যাচ্ছিল না। তবে শোনা যাচ্ছে, হাতে ফিরছে নতুন সিনেমার কাজ এবং তিনি আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন।
গত ১৩ জুলাই দীপিকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে তাকে ঢিলেঢালা নীল রঙের লম্বা শার্ট, কালো রোদচশমা এবং কাঁধে একটি টোট ব্যাগ নিয়ে বের হতে দেখা যায়। হালকা সাজে, তাকে দেখে খুবই সাধারণ এবং স্বাভাবিক দেখাচ্ছিল।
কিন্তু এমন সাধারণ চেহারাতেও রেহাই মেলেনি দীপিকার। বরং তার পোশাক এবং শরীর নিয়ে কটাক্ষে ভরে গেছে কমেন্টবক্স। একজন লিখেছেন, “বাবার শার্ট পরে এসেছে নাকি! যা পারে গায়ে গলিয়ে নেয়।” আরেকজন মন্তব্য করেছেন, “প্রেগন্যান্সির সময়ও তো এত মোটা লাগত না। দিন দিন কেমন গুলুমুলু হয়ে যাচ্ছে।” কারও মন্তব্য, “একদমই সাজেনি, বোঝাই যাচ্ছে সন্তান সামলাতে কতটা ব্যস্ত।”
তবে সব ট্রল এবং গসিপের মধ্যেও দীপিকা ধীরে ধীরে নিজের জগতে, সিনেমার ক্যামেরার সামনে ফিরছেন। জানা গেছে, দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধছেন তিনি পরিচালক অ্যাটলির আসন্ন সিনেমা ‘AA22XA6’-তে। সম্প্রতি ছবিটির নির্মাতারা একটি ইন্ট্রো ভিডিও প্রকাশ করে দীপিকার অন্তর্ভুক্তি নিশ্চিত করেছেন। এছাড়াও, বহুল আলোচিত ‘কাল্কি ২’-তেও দীপিকা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
বর্তমানে নিজের পরিবার ও সন্তানকে সময় দিচ্ছেন দীপিকা। শারীরিক পরিবর্তনকে ঘিরে তার প্রতি যেভাবে ট্রল ছুঁড়ে দেওয়া হচ্ছে, তা শুধুই তারকা হওয়ার খেসারত—এমনটাই মত অনেক ভক্তের। কেউ কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপিকার পাশে দাঁড়িয়েছেন, লিখেছেন—“একজন মা হওয়া সহজ নয়। সেই মাকে নিয়ে এমন মন্তব্য লজ্জাজনক।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC