মঙ্গলবার ২৮ অক্টোবর, ২০২৫

গানে গানে শুরু আওয়ামী লীগের শান্তি সমাবেশ

রাইজিং ডেস্ক

Awami League's peace rally started with songs
গানে গানে শুরু আওয়ামী লীগের শান্তি সমাবেশ। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের আয়োজনে বায়তুল মোকাররম দক্ষিণ গেইটের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু করেছে আওয়ামী লীগ।

এর আগে নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থলে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এই সমাবেশ শুরু হয়।

আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের উপস্থাপনায় অনুষ্ঠান শুরুতে সংগীত পরিবেশন করেন লোকসংগীত শিল্পী লিপি সরকার।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম প্রমুখ মঞ্চে উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন