বৃহস্পতিবার (২৫ মে) থেকে লখনউতে শুরু হয়েছে ‘খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস’। সে অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী কৈলাস খের গান গাওয়া কথা।কিন্তু তিনি অনুষ্ঠানে মেজাজ হারিয়ে বসলেন। মঞ্চে উঠতেই উদ্যোক্তাদের তুলোধনা করেন তিনি।
জানা গেছে, ভারতের এখনপর্যন্ত সব থেকে বড় খেলাসংক্রান্ত অনুষ্ঠান এই ‘খেলো ইন্ডিয়া’ বলেই প্রচারণা করেছেন অনুষ্ঠানের আয়োজকেরা। সারাদেশের প্রায় ২০০ বিশ্ববিদ্যালয়ের চার হাজারেরও বেশি ক্রীড়াবিদ এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। দশ দিন চলবে এই অনুষ্ঠানে এবং এইখানে খেলাধুলোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।আর সেখানেই গাইতে গিয়ে মেজাজ হারান কৈলাস।
মঞ্চে কৈলাসকে বলতে শোনা যায় যে ‘আমি এক ঘণ্টা ধরে অপেক্ষা করছি, বেশি চালাকি না দেখিয়ে একটু ভদ্রতা শিখুন। কী ধরনের অনুষ্ঠান এই খেলো ইন্ডিয়া? এরা তো কোনো কাজেই পারে না! রীতিমতো মাইকের মধ্যেই চিৎকার করতে থাকেন এই গায়ক।
আরও একটা ভিডিওতে কৈলাস বলেন, আমাকে অনুষ্ঠান করতে ডেকেছেন, তাহলে আগামী এক ঘণ্টা আমার। আমি আমার দর্শক ও মাতৃভূমির সম্মান করি। তবে উদ্যোক্তরা একেবারেই ভাল নয়।
এরইমধ্যে কৈলাসের এই ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবং অনেকে নিজের মন্তব্য প্রকাশ করছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC