বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, ২০২৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৪৭

নিজস্ব প্রতিবেদক

প্রতীকি ছবি/সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৬৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা শহরে ২৪১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে ৪০৬ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন।

চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়ছে। এখন পর্যন্ত সারা দেশে মোট ৪০ হাজার ৪৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৮ হাজার ২৫২ জন। তবে, এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৬৭ জন।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর মৌসুমী রোগ নয়, এটি সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এর প্রকোপ বাড়ে। এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

এদিকে, কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী মনে করেন, শুধু জেল-জরিমানা বা সচেতনতা বৃদ্ধি দিয়ে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। তার মতে, সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, দেশে ডেঙ্গুর ভয়াবহতা নতুন নয়। অতীতের পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০২৩ সালে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া, ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন, ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন এবং ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আরও পড়ুন