বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো কুমিল্লার চান্দিনা সাব-রেজিস্ট্রি অফিস কর্তৃক পরিচালিত উপজেলার নবাবপুর সাব সেন্টার অফিসের দলিল লিখার কার্যক্রম।
গত ৭ অক্টোবর ঢাকার জাতীয় ও স্থানীয় কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়, চান্দিনায় সাবরেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের সিন্টিকেটে চার মাস ধরে সাব-সেন্টারে দলিল বন্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পরদিনই ওই সাব-সেন্টারে দলিলের কার্যক্রম শুরু করেন সাবরেজিস্ট্রারসহ সংশ্লিষ্টরা।
বুধবার (৮ অক্টোবর) থেকে উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরের নবাবপুর সাব-সেন্টারে দলিল কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে ওই অঞ্চলের অন্তত ৬টি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে।
বরকরই গ্রামের বাসিন্দা কাইয়ূম খান জানান, চান্দিনা উপজেলা সদর থেকে নবাবপুর ইউনিয়নের দূরত্ব অন্তত ২০ কিলোমিটার। বরকরই, গল্লাই ও জোয়াগ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। দলিলের কাজ সম্পন্ন করতে ওই এলাকার মানুষকে উপজেলা সদরে যেতে ভোগান্তিতে পড়তে হতো। ২০১৭ সালে নবাবপুরে একটি সাব-সেন্টার চালু করা হয়।
কিন্তু চলতি বছরের মে মাসের মাঝামাঝি থেকে ওই সাব-সেন্টারের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
তিনি জানান, ৭ অক্টোবর এ বিষয়ে নিউজ হলে পরদিন থেকেই আবারও কার্যক্রম শুরু হয়। এতে ৬ ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে আসে। এ ধারাবাহিকতা ধরে রাখতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাই।
চান্দিনা উপজেলা সাবরেজিস্টার মাকসুদুর রহমান জানান, দলিল লেখকদের সিন্ডিকেটে চার মাস ধরে দলিল কার্যক্রম বন্ধ ছিল। তবে সব সিন্ডিকেট ভেঙে বুধবার (৮ অক্টোবর) থেকে আবারও নবাবপুর সাব-সেন্টারে দলিল কার্যক্রম চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC