সরকার সংবাদপত্রের ওপর কোনো আক্রমণ সহ্য (টলারেট) করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব এ কথা বলেন।
এসময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আসার পর কোনো পত্রিকা বা কোনো টেলিভিশন বা কোনো নিউজ ওয়েবসাইট বন্ধ করা হয়নি।
প্রেস সচিব বলেন, অনেক সাংবাদিক জেনেশুনে গুজব ছড়িয়েছেন। আমরা সেগুলো ধরছিই না। সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ।
অন্তর্বর্তী সরকারের সময় কোনো গণমাধ্যমকে গোয়েন্দা সংস্থা থেকে কোনো সংবাদের বিষয়ে ফোন করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, ‘কোনো সংবাদের বিষয়ে আমরা বলিনি যে এই সংবাদটা নামান বা এই সংবাদটা ওঠান। একে টকশোতে নিতে পারবেন না বা একে অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না।’
গত ১৫ বছরে গোয়েন্দা সংস্থা থেকে গণমাধ্যমে ফোন করার চর্চা ছিল জানিয়ে শফিকুল আলম বলেন, ‘আমরা যদি মনে করেছি যে কোনো নিউজ ভুল হয়েছে, আমরা নম্রভাবে বিনয়ের সঙ্গে বলেছি যে এই নিউজটা ভুল, আপনারা একটু দেখেন।’
প্রেস সচিব বলেন, ‘আমরা সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার মতো কোনো কাজ করছি না। অনেক সংবাদপত্র, টেলিভিশন স্বৈরাচারকে সাপোর্ট দিয়েছে। আমরা তাদের কাউকে কিছু বলছি না। সবাই চাই বাংলাদেশে মিডিয়া ফ্রিডম থাকুক, মিডিয়া ইনস্টিটিউশনালাইজড হোক।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।