
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে রাজনৈতিক দলগুলোকে প্রস্তাবিত গণভোটের বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে সরকারকে ‘ঐক্যবদ্ধ নির্দেশনা’ দেওয়ার জন্য এক সপ্তাহের সময়সীমা বেধে দিয়েছে সরকার।
সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
আইন উপদেষ্টা জানিয়েছেন, দলগুলোর মধ্যে আলোচনা আয়োজনে সরকার কোনো উদ্যোগ নিবে না। সরকার আয়োজন করে অনেক আলোচনা করেছে। সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। ফ্যাসিবাদ বিরোধী দলগুলো গত ১৫ বছর নিজেরা আলোচনা করে অনেক সিদ্ধান্ত নিয়েছেন। অনেক প্রতিকূল সময়ে তারা একসাথে কাজ করেছেন। এখন তারা নিজেরা আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা দিলে সরকারের জন্য কাজটা সহজ হয়, বলেন আসিফ নজরুল।
আসিফ নজরুল জানান, বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে সুযোগ নেই, তাও বিবেচনায় রাখা প্রয়োজন বলে সরকার মনে করে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, আমরা ওনাদের সময় দিতে চাই। যেসব বিষয় বললাম সেগুলো আলোচনা করে একমত হতে পারে কি না দেখি। আমরা অপেক্ষা করবো – এরপর সরকার সরকারের মতো অ্যাক্ট করবে।
তিনি বলেন, দলগুলোর ঐক্যবদ্ধ নির্দেশনা পাওয়ার পর প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC