
রাইজিং কুমিল্লা ডেস্ক
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছৈয়দপুর বাজারে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগ শেষে আয়োজিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
হাসনাত আবদুল্লাহ বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও ভয়ভীতির রাজনীতি পরিহার করেই জনগণের কাছে যেতে চায় এনসিপি ও ১১ দলীয় জোট। ভালোবাসা, আন্তরিকতা ও নৈতিকতার মাধ্যমে মানুষের মন জয় করাই তাদের রাজনীতির মূল দর্শন।
তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না— এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। পাশাপাশি দুর্নীতি, ঋণখেলাপি সংস্কৃতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ দাবি করেন, এবারের নির্বাচন হবে দুর্নীতিবিরোধী ও নৈতিক রাজনীতির পক্ষে জনগণের রায় প্রদানের নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের সংসদের বাইরে রাখার বাস্তব সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC