এখন পর্যন্ত ধর-পাকড় চলছেই। হয়রানির শিকার হচ্ছে আমাদের মতো সাধারণ প্রবাসী। ভিসা ঠিক করেও আছে মহাবিপদে। ভিসা ঠিক রাখার জন্য প্রতি বছরে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা গুনতে হয়।
তাও ভিসার কোনো গ্যারান্টি নেই। কোনো প্রবাসী দেশে গেলে, প্রায় অনেকের ভিসা এজেন্সি ক্যান্সেল করে দেয় অথবা ভিসা ঠিক রাখার জন্য অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়। কোনো কোনো এজেন্সি টাকা নিয়ে ভিসার কাজ করে না।
ভিসা ঠিক থাকলেও পুলিশের হয়রানি আছেই। ভিসায় যেখানে কাজের স্থান উল্লেখ করা আছে,সেখানে কাজ করতে হবে
যদি অন্যস্থানে কিবা অন্য কোম্পানিতে কাজ করে,এটাও অবৈধ পর্যায় পড়ে।প্রতিনিয়ত পুলিশ অভিযান চালাচ্ছে।
এই সুযোগে অনেক কোম্পানি ঠিকমতো বেতনও দিচ্ছে না।অনেক কন্ট্রাক্টর বেতনও মেরে দিচ্ছে।
মালদ্বীপে ফ্রি ভিসা বলতে কিছু নেই।তবুও বাংলাদেশ থেকে ফ্রি ভিসার নামে কর্মী আনা হচ্ছে ৪ লাখ থেকে শুরু করে ৬ লাখ টাকায়।
আপাতত মালদ্বীপে কোনো বড় ধরণের কোম্পানি দেখছি না যে, সেখানে কাজ করবে।
আমাদের মতোই যেখানে কাজ পাবে,সেখানে কাজ করবে।যদি পুলিশ ধরে,দেশে পাঠিয়ে দিবে।এতো টাকা খরচ করেও,যদি এ অবস্থা হয়,তাহলে মরণ ছাড়া তো কোনো উপায় দেখছি না!
তাই কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি,মালদ্বীপ প্রবাসীদের সমস্যাগুলো দ্রুত সমাধান করার জন্য।
নয়তো দালালের খপ্পরে পড়ে আমরা সবাই নিঃস্ব হয়ে যাবো!
শেখ সজীব আহমেদ
(মালদ্বীপ প্রবাসী)
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC