প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৯:৪৭ পিএম
খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে- হাজী জসিম উদ্দিন জসিম

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি'র সভাপতি হাজী জসিম উদ্দিন জসিম বলেছেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারী। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলায় সেরা হতে হবে। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে।
শনিবার বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বাসুদেব মাঠে মরহুম আলহাজ্ব আব্দুল বারেক মাস্টার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এ খেলার মাধ্যমে পাড়ায় পাড়ায় উৎসব ছড়িয়ে পড়েছে। যে দিন যে ওয়ার্ডের খেলা থাকে, সেই ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আমরা চাই খেলাধুলা বিশেষ করে বাংলার ঐতিহ্যবাহী যেসব খেলা হারিয়ে গিয়েছে সেগুলোর পুনর্জন্ম হোক। প্রতিবছর আয়োজন করতে চাই।
টুর্নামেন্টের আয়োজন কমিটির আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম এর আয়োজনে ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স. ম. আজহারুল ইসলাম, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শাহজাহান সাজু, শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বুড়িচং সদর ইউপি সাবেক চেয়ারম্যান জাবেদ কাউছার সবুজ, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু, ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আলেক হোসেন মেম্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব ফয়সাল করিম আখন্দ। খেলায় দক্ষিণ শশীদল ফুটবল একাদশ বুড়িচং ফুটবল একাদশকে ৫-৩ গোলে ট্রাইবেকারে পরাজিত করে। হাজার হাজার দর্শকদের উপস্থিতি খেলাকে প্রাণবন্ত করে তোলে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC