ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার কাজীপাড়ায় বৃহস্পতিবার (১ মে) দুপুরে খেলতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে হাত লেগে ৬ বছর বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিশুটির নাম ইলমা, সে উপজেলার ফতেপুর গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে। তার বাবা দীর্ঘদিন ধরে বিদেশে থাকায়, ইলমা তার মায়ের সাথে মহেশপুর শহরের কাজীপাড়ায় একটি ভাড়া বাসায় থাকত।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ইলমা বাড়ির পাশে খোলা জায়গায় খেলাধুলা করছিল। খেলার সময় সেখানে পড়ে থাকা একটি বিদ্যুতের সংযোগ তার অসাবধানতাবশত তার হাতে লাগে। মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় শিশুটি।
স্থানীয় লোকজন দ্রুত বিষয়টি টের পেয়ে ইলমাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে, হাসপাতালে পৌঁছানোর আগেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি গভীর শোক প্রকাশ করে বলেন, "এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC