সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (স্যাকমিড) এর উদ্যোগে খুলনায় আজ শুরু হয়েছে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি "গুজব প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং"। ১৫ থেকে ১৬ জুলাই পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ, যেখানে খুলনার বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ইনস্টিটিউট ও মাদ্রাসার মোট ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের ভুয়া তথ্য ও গুজব মোকাবিলায় দক্ষ করে তোলা এবং নিরাপদ অনলাইন ব্যবহার নিশ্চিত করা।
বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত “ডিজিটাল ঝুঁকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রচারমাধ্যম কর্মী, ছাত্রী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে। খুলনা জেলায় এই প্রকল্প বাস্তবায়নে স্থানীয় এনজিও পার্টনার হিসেবে কাজ করছে কমিউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
মিনহাজ আমান, বাংলাদেশের অন্যতম ফ্যাক্ট-চেকিং বিশেষজ্ঞ এই প্রশিক্ষণ পরিচালনা করছেন।
অংশগ্রহণকারীরা হাতে-কলমে শিখছেন কীভাবে তথ্য যাচাই করতে হয়, কীভাবে দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হয় এবং অনলাইনে নিরাপদভাবে যোগাযোগ করতে হয়।
প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে গুজব ও ভুয়া তথ্য কীভাবে ছড়িয়ে পড়ে, কারা এর সুবিধাভোগী, এবং কীভাবে এগুলো শনাক্ত করতে হয়।
অংশগ্রহণকারীরা গুগল রিভার্স ইমেজ সার্চ, ইনভিড, গুগল অ্যাডভান্সড সার্চ এবং ওয়েব আর্কাইভিং প্ল্যাটফর্মের মতো ডিজিটাল টুল ব্যবহার করে কনটেন্ট যাচাই, ভুয়া তথ্য শনাক্তকরণ ও তথ্যের উৎস অনুসন্ধান শিখছেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যাকমিডের কর্মকর্তা এবং কমিউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হুসনে আরা।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে এই জ্ঞান ও দক্ষতা কাজে লাগনোর উদ্দেশ্যে আগামী ১৭ জুলাই অংশগ্রহণকারীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অর্ধিদফতরের বিভাগের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।
সাকমিড আগামী এক বছরে কুমিল্লা, খুলনা ও সিরাজগঞ্জে এ প্রকল্প বাস্তবায়ন করবে। এই কার্যক্রমের মাধ্যমে নারী ও তরুণীদের ডিজিটাল ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নে কাজ করবে সাকমিড।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC