রবিবার ৭ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সংকেত পেলেই রওনা দেবে রয়েল এয়ার অ্যাম্বুলেন্স

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Khaleda Zia
বেগম খালেদা জিয়া/ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তিনি এখনো ফ্লাই করার উপযুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান, কাতারের রয়েল কর্তৃপক্ষের সঙ্গে দলের পক্ষ থেকে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তিনি বলেন, “ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমেই কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। তারা পুরোপুরি প্রস্তুত আছে। মেডিকেল বোর্ড থেকে সিদ্ধান্ত পাওয়া মাত্রই এয়ার অ্যাম্বুলেন্স রওনা দেবে এবং বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। সব ব্যবস্থাই কাতার কর্তৃপক্ষ করছে।”

জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, “আমরা নয়, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের অ্যারেঞ্জমেন্ট করছে।”

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য রাজকীয় (রয়েল) কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সব আয়োজন সম্পন্ন হচ্ছে। এতে দলের পক্ষ থেকে আলাদা কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়নি।

চিকিৎসক সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে এবং তিনি এখনো বিমানযাত্রার সক্ষমতা অর্জন করেননি। গত দুই দিনে মেডিকেল বোর্ড তার বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছে এবং সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করছে। শুক্রবার দু’দফা বৈঠকসহ প্রতিদিনই বোর্ড তার চিকিৎসা অগ্রগতি মূল্যায়ন করে আসছে।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একদল অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক তাকে নিবিড় পর্যবেক্ষণে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট–CCU) রেখে চিকিৎসা দিচ্ছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমানও মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতিকে সামনে রেখে শুক্রবার ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।

আরও পড়ুন