মঙ্গলবার ১৩ জানুয়ারি, ২০২৬

খালেদা জিয়ার মৃত্যু: কুমিল্লায় বিএনপি কার্যালয়ে কোরআন খতম

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার ‍মৃত্যুতে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির প্রধান কার্যালয়ে কোরআন খতমের আয়োজন করা হয়/ছবি: রাইজিং কুমিল্লা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে কুমিল্লায় নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে জেলা কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির প্রধান কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজন করা হয় কোরআন খতম। এতে দলের নেতাকর্মীরাসহ স্থানীয় এতিমখানার শিশুরা অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত অনেক নেতাকর্মী খালেদা জিয়াকে হারিয়ে কান্নায় ভেঙে পরেন। বিকেলে জেলা পর্যায়ে শোকসভা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

এদিকে, কুমিল্লার বিভিন্ন উপজেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চলছে কোরআন খতম।

আরও পড়ুন