মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ঘুষ কাণ্ড: ওসি-এএসআইসহ ৬ জন প্রত্যাহার

Rising Cumilla -6 people including OC-ASI withdrawn in bribery case of honest highway police
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক সহকারী উপপরিদর্শক (এএসআই)সহ মোট ছয়জন পুলিশ সদস্যকে ঘুষ গ্রহণের অভিযোগে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়ন কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তদন্ত চলমান, প্রমাণ মিললে কঠোর শাস্তির হুঁশিয়ারি হাইওয়ে পুলিশের

জানা গেছে, গত ৩ জুলাই সিলেট থেকে ঢাকাগামী এস এ পরিবহনের একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান আটক করে খাঁটিহাতা হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। পরে অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে ওই কভার্ড ভ্যান থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নেন তারা।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ছয়জনকে সোমবার (১৪ জুলাই) তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়।

প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন, খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মামুন রহমান, এএসআই বিপ্লু বড়ুয়া এবং কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল ও মো. জহির মিয়া।

বর্তমানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন এসআই মো. সজীব মিয়া। তিনি বলেন, ‘একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছয়জনকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে আমি দায়িত্বে রয়েছি।’

এ বিষয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের প্রাথমিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঘটনাটি সামনে আসার পর পুলিশের শৃঙ্খলা রক্ষা ও মাঠপর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ নিয়ে জনমনে ব্যাপক আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন