বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গেলে শুধু শিক্ষকের দাবি নয়, বরং পুরো শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ করবে বিএনপি।
(বৃহস্পতিবার) দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনে আসনের জনগণের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষমতায় গেলে ১৫ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি।’
এসময় অন্তর্বর্তী সরকারকে ‘দুর্বল সরকার’ আখ্যা দিয়ে আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আগামী নির্বাচনের পর পার্লামেন্টে সিদ্ধান্ত হবে, পিআর হবে কি হবে না।’
বক্তব্যে পতিত আওয়ামী লীগে সরকারের সমালোচনাও করেন বিএনপির এই শীর্ষ নেতা।
মির্জা ফখরুল বলেন, ‘গেল ১৫ বছরে বিএনপিকে জনগণের সেবা করার সুযোগ দেয়নি আওয়ামী লীগ। আর কেয়ারটেকার সরকার রাখলে জিততে পারবে না এই ভয়ে কেয়ারটেকার বাতিল করেছে শেখ হাসিনা সরকার।’
এছাড়া অতীতের উন্নয়ন কর্মকাণ্ড স্মরণ করিয়ে দিয়ে, কৃষকের সারের দাবিতে কথা না শুনলে ডিসি অফিস ঘেরাও করার আহ্বানও উঠে আসে বিএনপি মহাসচিবের কণ্ঠে।
একইসঙ্গে নির্বাচনে জিতলে সবাইকে নিয়ে নিয়ে আলোচনা করে রাজনৈতিক সংকট সমাধানের আশ্বাসও দেন এই বিএনপির মহাসচিব।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC