মে ৮, ২০২৫

বৃহস্পতিবার ৮ মে, ২০২৫

ক্রিকেট মাঠে নীলা, ভিডিও কলে স্বামীর কাছে নিলেন ব্যাটিং প্রশিক্ষণ!

Shammi Islam Nila
ছবি: সংগৃহীত

২০২৩ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মী ইসলাম নীলা সৌন্দর্য প্রতিযোগিতার গণ্ডি পেরিয়ে এবার ক্রিকেট মাঠেও সমানভাবে আলো ছড়াচ্ছেন। গত বছর ২৮ জানুয়ারির জমকালো অনুষ্ঠানে দশজন প্রতিযোগীকে হারিয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট নিজের করে নিয়েছিলেন তিনি।

এরপর মার্চ মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক মঞ্চে দেশের সৌন্দর্য ও সংস্কৃতি তুলে ধরেছিলেন নীলা।

তবে এবার নীলা আলোচনার কেন্দ্রে এসেছেন সম্পূর্ণ ভিন্ন এক পরিচয়ে। প্রথমবারের মতো আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগে (CCL) ক্রিকেটার হিসেবে অংশ নিচ্ছেন এই সুন্দরী। রূপালি পর্দার ঝলমলে তারকাদের মাঝে ব্যাট হাতে দেখা যাচ্ছে তাকে, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

খেলার মাঠে নিজের ব্যাটিং দক্ষতা আরও শাণিত করতে নীলা অভিনব এক পন্থা অবলম্বন করেছেন। জানা গেছে, দূরদেশে থাকা স্বামীর কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে ব্যাটিংয়ের কৌশল রপ্ত করছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নীলা নিজেই এই তথ্য জানিয়েছেন।

সেলিব্রিটি ক্রিকেট লিগ কেবল তারকাদের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা নয়, বরং এর পেছনের ব্যক্তিগত প্রস্তুতি এবং অভিজ্ঞতাও দর্শকদের কাছে সমানভাবে আকর্ষণীয়। নীলার ব্যাটিং প্রশিক্ষণে তার স্বামীর এই ভার্চুয়াল সহযোগিতা যেন সেই আগ্রহের আগুনে আরও ঘি ঢেলেছে।

নিজের অনুভূতি প্রকাশ করে নীলা বলেন, ‘আমি আমার স্বামীর কাছ থেকে ভিডিও কলে ব্যাটিং শিখেছি। যেহেতু সে এখন দেশে নেই, তাই ভিডিও কলের মাধ্যমেই আমাকে শিখিয়েছে কীভাবে ব্যাট ধরতে হয় এবং খেলতে হয়।’

স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘একজন জীবনসঙ্গী কতটা সহযোগী হতে পারে, এটা তারই প্রমাণ। দেশের বাইরে থেকেও সে আমাকে সাহায্য করছে। যদি সে আমার পাশে মাঠে থাকত, তাহলে হয়তো আরও বেশি সমর্থন পেতাম। আলহামদুলিল্লাহ।’

আরও পড়ুন