মঙ্গলবার ৪ নভেম্বর, ২০২৫

ক্রিকেট পিচ থেকে এবার বিয়ের পিঁড়িতে স্মৃতি মান্ধানা

রাইজিং স্পোর্টস

Rising Cumilla -Smriti Mandhana
ক্রিকেট পিচ থেকে এবার বিয়ের পিঁড়িতে স্মৃতি মান্ধানা/ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে এই মুহূর্তে উল্লাসে ভাসছে গোটা ভারত। দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে পরাজিত করে বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নিয়েছে ভারতীয় দল। আর এই ঐতিহাসিক মুহূর্তের রেশ কাটতে না কাটতেই ভক্তদের জন্য আরও একটি বড় সুখবর দিয়েছেন বিশ্বকাপজয়ী দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। তিনি জানিয়েছেন, দ্রুতই তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে।

স্থান হিসেবে সাংলিকে বেছে নেওয়ার কারণ: স্মৃতির কাছে সাংলি একটি গভীর আবেগের স্থান। তাঁর শৈশব, স্কুলজীবন এবং ব্যাট হাতে প্রথম দিনগুলো কেটেছে সাংলির মাধবনগরে। তাই এই ক্রিকেটার তাঁর বিয়ের অনুষ্ঠানও সেই ঘনিষ্ঠ ও ব্যক্তিগত পরিবেশে সম্পন্ন করতে চান।

স্মৃতি মান্ধানার জীবনসঙ্গী হতে চলেছেন পলাশ মুচ্ছল, যিনি একজন জনপ্রিয় ভারতীয় সংগীত পরিচালক, গায়ক ও গীতিকার।

পলাশের পরিচিতি: তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে— ‘তু যা কহে’, ‘পার্টি তো বন্তি হ্যায়’ ও ‘তেরা হিরো ইধার হ্যায়’

এছাড়াও, ‘খুশ নুমা’, ‘ও খুদা’, ‘মুসাফির’-এর মতো স্বাধীন সংগীতও (ইন্ডি-পপ/ইন্ডি-মিউজিক) শ্রোতাদের মাঝে ব্যাপক ভালোবাসা কুড়িয়েছে।

স্মৃতি মান্ধানার সঙ্গে তাঁর বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ মুচ্ছলও। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, “শিগগিরই সে (মান্ধানা) বউ হয়ে আসবে। ব্যস এতটাই বলতে চাই।” স্মৃতি ও পলাশের সম্পর্কের শুরু ২০১৯ সালে।

কয়েক বছর একে অপরকে সময় দেওয়ার পর, ২০২৪ সালের জুলাই মাসে তাঁদের পঞ্চম বার্ষিকীতে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তাঁরা নিজেদের সম্পর্কের কথা জনসমক্ষে আনেন। এরপর থেকেই তাঁদের বিয়ের গুঞ্জন ক্রমশ জোরালো হচ্ছিল।

আরও পড়ুন