বৃহস্পতিবার ১৩ নভেম্বর, ২০২৫

ক্রিকেটার জাহানারার অভিযোগ তদন্তে কমিটি পর্যাপ্ত নয়: টিআইবি

রাইজিং স্পোর্টস

ক্রিকেটার জাহানারার অভিযোগ তদন্তে কমিটি পর্যাপ্ত নয়: টিআইবি/ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ তদন্তে শনিবার তিন সদস্যের কমিটি গঠন করে বিসিবি। তবে এই কমিটিকে পর্যাপ্ত মনে করছে না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, তদন্তকে নিরপেক্ষ, কার্যকর ও গ্রহণযোগ্য করতে কমিটিতে যৌন হয়রানি তদন্তে অভিজ্ঞ অন্তত দুজন স্বতন্ত্র বিশেষজ্ঞ যুক্ত করা জরুরি।

সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন ‘তদন্ত কমিটি গঠনকে আমরা ইতিবাচক হিসেবে দেখি। তবে পেশাদারত্ব, নিরপেক্ষতা ও কার্যকারিতা নিশ্চিত করতে এতে যৌন হয়রানির মতো স্পর্শকাতর অভিযোগ তদন্তে দক্ষ অন্তত দুজন স্বাধীন বিশেষজ্ঞ যুক্ত করতে হবে।’

টিআইবি নির্বাহী পরিচালক আরও বলেন, বলেন, এর আগেও নারী ক্রিকেটে যৌন নিপীড়নের অভিযোগের কোনো বিচার হয়নি। বরং অভিযোগ ধামাচাপা দিয়ে নিপীড়কদের দায়মুক্তি দেওয়া হয়েছে। এটি ক্রীড়াক্ষেত্রে পুরুষতান্ত্রিক আধিপত্যের প্রাতিষ্ঠানিকীকরণ এবং নারীর অংশগ্রহণ দমিয়ে রাখার ষড়যন্ত্র কি না—এ প্রশ্ন অযৌক্তিক নয়।

টিআইবি বলেছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একাধিক নারী ক্রিকেটার একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন, অথচ বিসিবির মধ্যে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাব পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

সংস্থাটির জানায়, প্রতিকূলতার মধ্যেও নারী ক্রিকেটাররা দেশের জন্য ধারাবাহিক সাফল্য এনে দিয়েছেন, অথচ তাদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থতা অত্যন্ত নিন্দনীয়।

টিআইবি অবিলম্বে বিসিবিকে স্বাধীন ও জেন্ডার–সংবেদনশীল অভিযোগ গ্রহণ ও প্রতিকার কমিটি গঠনের আহ্বান জানিয়েছে।

পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মানদণ্ড অনুযায়ী প্রশিক্ষিত কর্মকর্তাসহ কার্যকর সেফগার্ডিং নীতিমালা প্রণয়ন এবং ভবিষ্যতের সব তদন্তে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিতের দাবি জানিয়েছে।

বিসিবির সুশাসন নিয়েও উদ্বেগ জানিয়ে টিআইবি বলেছে, ম্যাচ ফিক্সিং, আর্থিক অনিয়ম ও প্রশাসনিক দুর্বলতার কারণে সংস্থাটির বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে। ২০১৬ সালে ক্রিকেটে সুশাসন নিশ্চিতে টিআইবির দেওয়া সুপারিশগুলো এখনো বাস্তবায়িত হয়নি বলেও অভিযোগ করেছে সংস্থাটি।

 

আরও পড়ুন